
হ্যালো বন্ধুরা আপনাদেরকে TechTunar.com এ স্বাগতম।
আজকে আমি আপনাদের সাথে Realme Nazro 30A ফোনটির সম্পুর্ণ বাংলা রিভিউ নিয়ে হাজির হয়েছি। আপনি যদি এই ফোনটি কিনতে চান তাহলে আগে এই রিভিউ টি পড়ে নিন।
এই আর্টিকেল থেকে আমরা যা যা জানতে পারবো
Realme Narzo 30A
Introduction
এই গত ৪ মাস আগে এই Realme Nazro 30A ফোনটি লঞ্চ করা হয়েছে। দীর্ঘদিন পর আমাদের দেশের বাজারে রিয়েলমি কোম্পানির ফোন লঞ্চ হয়। যারা কম বাজেটে গেমিং খেলতে চান তাদের উপর টার্গেট করে এই ফোনটি বানানো হয়েছে। আর আমরা জানি রিয়েলমি নারজো কোম্পানি রা সব সময় গেমার দেরকে টার্গেট করে ফোন গুলো বানিয়ে থাকে। এই ফোনটি ৪ জিবি ৬৪ জিবি ভ্যারিয়েন্টে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে। যার মূল্য বর্তমানে ১২,৯৯০ টাকা মানে ১৩,০০০ টাকা।
তবে আপনারা যদি দারাজ থেকে ফোন টি কিনেন তাহলে পাবেন ১২,৪৯০ টাকায় মানে ৫০০ টাকা ছাড়ে। তো এই যে কম দামি গেমিং ফোন, এটা কাদের সাজেস্ট করবো, কাদের এর থেকে দূরে থাকার সাজেস্ট করবো এই সব কিছু নিয়ে আজকের এই পোস্ট টি। তো চলুন দেখে নেওয়া যাক Realme Narzo 30A এর সম্পুর্ন বাংলা রিভিউটি।
Box Content
আমি প্রথমেই শুরু করি বক্স কনটেন্ট নিয়ে। মানে ফোনটির বক্সে কি কি থাকছে।
➤ Realme Narzo 30A স্মার্ট ফোন থাকছে,
➤ ১৮ ওয়ার্টের একটি চার্জার থাকছে,
➤ ক্যাবল থাকছে এবং,
➤ ইউজার ম্যানুয়াল বুক
তবে বক্স টির ভিতর কোনো ধরনের ক্যাসিন পাই নিম তবে এটা থাকলে অবশ্যই ভালো হতো।
Phone Width
এই ফোনটি অনেক শক্ত – পক্ত একটি ফোন এবং বেশ ভাড়ি ও বটে। যার ওজন হলো ২০৫ গ্রাম। ফোনটি কিছুটা মোটা। ফোনটি মোটা হওয়ার কারণ এতে রয়েছে 6000mAh এর ব্যাটারি। যার কারণে ফোনটি একটু মোটা দেখতে হয়েছে। তবে এই ফোনটির সাথে আপনি অভ্যাস্ত হয়ে যাবেন খুব শিঘ্রই।
Degsine
ফোনটির পেছনের রেয়ার প্যানেল সম্পুর্ন প্লাস্টিকের তৈরি আর এটাই স্বাভাবিক। ফোনটির রেয়ার প্যানেল এ কিছুটা ভিন্ন ডিজাইন দেখা গেছে এখানে ২ টি প্যাটার্ন রয়েছে। ঠিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর এর নিচে রয়েছে কিছুটা ঢেউ ঢেউ প্যাটার্ন। এবং উপরের অংশ টা সম্পুর্ন প্লেন। নিচের অংশে কোনো ভাবেই স্ক্যার্চ পড়বে না। তবে উপরের অংশে স্ক্র্যার্চ পড়তে পারে। তার জন্য আমার সাজেস্ট আপনি একটি ফোন কভার কিনে নিতে পারেন।
Phone Side
সাধারণ ফোন গুলোর মতোই এই ফোনের ডান সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অন – অফ বাটন। এবং হাতের অনুযায়ী সেটা একদম ঠিক ঠাক যায়গায় রয়েছে। এবং বাম সাইড দেখতে পাবো আমরা সিম এবং মেমোরি স্লট। ফোনটির উপরের দিকে একদম ক্লিন রাখা হয়েছে। সেখানো কোনো প্রকার কিছু নেই। নিচের দিকে রয়েছে 3.5 mm এর একটি ইয়ারফোন জ্যাক, মাইক্রো, চর্জিং লাইন এবং স্পিকার। আমার মনে হয় বাজেট অনুযায়ী সকল কিছু এখানে রয়েছে। পেছনে আমরা লক্ষ করবো রয়েছে বাম সাইড রয়েছে Dual Camera Setup এবং তার নিচে একদম মধ্য রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এবং এই সেন্সর খুব ই ফাস্ট বলে আমি মনে করি। এবং এতে রয়েছে ফেস ডিটেক্টর সিস্টেম। যা মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছিলো। এই ফোনের গ্লাস মানে স্ক্রিন কোন ধরনের গ্লাস ব্যাবহার করা হয়েছে সেই বিষয় এ কোনো তথ্য পাওয়া যায় নি। তাই আমার সাজেস্ট আপনি স্ক্রিন্ব একটি গ্লাস প্রটেকশন ইউজ করতে পারেন। তবে যাই হোক, বলা যায় বাজেট অনুযায়ী ঠিক ই রয়েছে। কিন্তু পেছনের রেয়ার টার মতোও যদি উপরের অংশ টা ম্যাট ফিনিস করা যাতো ভালো হতো বলে আমি মনে করি।
Display
এবার কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে রয়েছে 6.5 inches IPS HD+ এর ডিসপ্লে। এটি একটি এইচডি ডিসপ্লে। এর ব্রাইটনেস (আলো) ৫৭০। এই বাজেট অনুযায়ী এই ডিসপ্লে মেনে নেওয়া যায়। কিন্তু কোম্পানি চাইলে আরো ভালো দিতে পারতো। এতে ফোনটি দেখতে আরো বেশি দারুন লাগতো।
যাই হোক এই যে ডিসপ্লে এই থেকে মোটামুটি ভালোই রেজাল্ট পাওয়া যাবে। আবার এর ব্রাইটনেস ও খুব একটা খারাপ নয়। আর ডিসপ্লে টাচ সিস্টেম টাও খুব ভালো। যাই হোক এই বাজেটে এই ডিসপ্লে অনুযায়ী সব ঠিক ঠাক ই আছে।
Performance
Narzo 30A বাংলাদেশে ৪ জিবি র্যাম ৬৪ জিবি স্টোরেজে লঞ্চ করা হয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে Helio G85 Gaming Processor. অপারেটিং সিস্টেম এ রয়েছে এন্ড্রয়েড ১০। এই যে প্রসেসর রয়েছে সেটা মোটেও নতুন না। এর আগেও অনেক ফোনে এই প্রসেসর ব্যাবহার করা হয়েছে। কিন্তু এই প্রসেসর টা গেমিং এর দিক থেকে খুব ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে। এবং রেগুলার কাজের ক্ষেত্রেও বেশ ভালো পারফরম্যান্স দেয়। তবে হ্যাভি ইউজে কিছুটা ল্যাগ হতে পারে।
Gaming
এবারে হলো আসল বিষয়। গেমিং এটা কেমন পারফরম্যান্স দিয়েছে। এই ফোন টি বানানো ই হয়েছে গেমের জন্য। এই ফোনে পাবজি HD হাই কোয়ালিটি তে খেলা সম্ভব। হাই গ্রাফিক্স যেকোনো গেম এই ফোনে রাম করানো যাবে। কোনো ল্যাগ ছাড়াই। তবে খেলার সময় ফোনটা একটু গরম হলে কিছুটা ল্যাগি ল্যাগি ভাব পাওয়া যায়। তবে আপনি যদি গেম একটু লো কোয়ালিটি তে রাখেন তাহলে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। ফ্রি ফায়ার গেম তো বিন ঝামেলায় আরামসে খেলা যাবে। তো ফোনটির গেমিং দেখে আমার মনে হয়েছে যারা পাবজি / ফ্রি ফায়ার খেলেন তাদের অনায়াসে এই ফোনটি সন্তুষ্ট করতে পারবে। হ্যাভি ইউজেও ফোন বেশি গরম হয় না। এবং এরই সাথে ব্যাটারি ব্যাক আপ ও খুব ভালো পাবেন। যারা বেশিক্ষন গেম খেলেন তাদের জন্য এই ফোনটি একটি আদর্শ ফোন হতে পারে। এই বাজেটে গেমিং এবং পারফরম্যান্স এ সবাই সন্তুষ্ট হবে।
Camera
ফোনটিতে রয়েছে ২ টি ক্যামেরা সেট আপ। ২ টি ক্যামেরাই ১২ মেগাপিক্সেল এর। এবং পাশেই রয়েছে ২ মেগা পিক্সেলের ব্ল্যাক – হুয়াইট এর একটি সেন্সর। এবং সাথেই রয়েছে একটি ফ্ল্যাস লাইট। তো এর যে ক্যামেরা সেটা আমার মতে আরেকটু ভালো হতে পারতো। এমনিতেই ফোনটির ক্যামেরা মোটামুটি ভালো রেজাল্ট দিবে। তবে আহমাড়ি কোনো রেজাল্ট দিবেন না। তাছাড়া ক্যামেরা গুলো আরো ভালো হতে পারতো।
Battery
ফোনটিতে রয়েছে 6000mAh এর একট ব্যাটারি। যা আপনাকে খুব ভালো একটা ব্যাক আপ দিবে। ফোনটির বক্সে রয়েছে ১৮ ওয়ার্টের চার্জার। এর ব্যাটারি ব্যাক আপ এক কথায় অসাধারণ। আপনি যদি হ্যাভি ইউজার হন তাহলেও অনায়াসে ২ দিন পার করে দিতে পারবেন। ব্যাটারি বড় হওয়ায় চার্জ হতে ৩-৩ঃ৩০ ঘন্টা সময় লাগবে।